নরসিংদী প্রতিনিধি :
পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রয়ের জন্য গতকাল শনিবার নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিক্রয় কার্যক্রমের কর্মপন্থা অবহিতকরণ বিষয়ক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
পবিত্র রমজান মাস শুরুর আগে এবং রমজান মাস চলাকালীন প্রধানমন্ত্রীর মহাকর্মযজ্ঞের অংশ হিসেবে নরসিংদী জেলায় নির্ধারিত মান দন্ডের ভিত্তিতে মোট দুই ধাপে প্রনীত তালিকা অনুসারে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৬৮ হাজার ৩৫৩ টি উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্র করা হবে।
আজ রবিবার নরসিংদী জেলার সকল উপজেলা ও পৌরসভায় একযোগে প্রথম ধাপের বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
প্রথম ধাপে প্রতি পরিবারের মাঝে দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি মশুর ডাল ও দুই কেজি চিনির প্রতি প্যাকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬০ টাকা। ইতিমধ্যে টিসিবি কর্তৃক ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ২৫ জন ডিলার নিয়োগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোর্শেদ, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) শ্যামল চন্দ্র বসাক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিএসডি/ এলএল