নিজস্ব প্রতিবেদক,
নরসিংদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল ও বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র প্রদর্শন হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এসকল কর্মসূচীর অংশ হিসেবে রাত আটটায় শুরু হয় “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা।
ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী -২ পলাশ নির্বাচিত সাংসদ আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মাহফুজুল হক টিপু।
ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেরুল হাই, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু ও ঘোড়াশাল পৌর আওয়ামী যুবলীগ সভাপতি মনির হোসেন মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের লোমহর্ষক বর্ণনা দেন। বঙ্গবন্ধু হত্যায় ফাঁসির রায় হওয়া বাকী আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করারও জোর দাবি জানান।
বিএসডি/আইপি