আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় ব্রিটিশ নাগরিকদের দ্রুত যুদ্ধবিধ্বস্ত দেশটি ছেড়ে যাওয়ায় নির্দেশ দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালিবান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় দেশটিতে থাকা ব্রিটেনের জনগণকে সতর্ক করা হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস আফগানিস্তান ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিতে ওয়েবসাইট আপডেট করেছে। বিবৃতিতে বলা হয়, দেশটিতে সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি এখনো আফগানিস্তানে অবস্থান করেন, তাহলে আর কোনো বিলম্ব না করে দ্রুতই দেশটি ত্যাগ করুন। কারণ সেখানে নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।
এ দিকে ব্রিটিশ পররাষ্ট্র দফতর থেকেও এরই মধ্যে সতর্ক বার্তা পাঠানো হয়েছে। একই সঙ্গে আফগানিস্তানে ভ্রমণে এখনই না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী প্রত্যাহারের সময় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে তালিবান যোদ্ধারা ব্যাপক লড়াইয়ের মধ্যে সতর্কবার্তার ঘোষণা আসলো। এছাড়া দেশটি ছাড়ার পরিকল্পনা নিশ্চিতে ব্রিটেনের নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, সন্ত্রাসীরা আফগানিস্তানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে। পাশাপাশি আফগানিস্তানজুড়ে পশ্চিমা নাগরিকদের অপহরণের শিকার হওয়ার চরম ঝুঁকি রয়েছে।
উল্লেখ্য, তালিবান এবং সরকারি বাহিনী মধ্যকার সংঘর্ষে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি চরম অবনতি দেখা দিয়েছে। মার্কিন ও ন্যাটোর সেনাবাহিনী প্রত্যাহারের শেষ দিকে চলে আসায় তালিবান যোদ্ধারা বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে। এবার মূলত তাদের প্রতিরোধে লড়াই করে যাচ্ছে আফগান বাহিনী।
বিএসডি/আইপি