নিজস্ব প্রতিবেদক:
হাইকোর্টের বিচারক এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে আজ বিচারকাজে বসছেন না সুপ্রিম কোর্ট।
আজ রবিবার (৬ ফেব্রুয়ারি) নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক দিনের জন্য আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘মাননীয় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
’ প্রধান বিচারপতির আদেশক্রমে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।এ বছরের শুরুতে আপিল বিভাগে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের চার বিচারক। সংবিদানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। এ নিয়োগের প্রজ্ঞাপন অনুযায়ী শপথের দিন থেকে তাদের এ নিয়োগ কার্যকর হওয়ার কথা। তাদের তিনজন (বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ) গত ৯ জানুয়ারি প্রধান বিচারপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন।
তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিচারপতি নাজমুল আহাসান শপথ নিতে পারেননি। এ অবস্থায় গত শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফলে এফ আর এম নাজমুল আহাসান এখন হাইকোর্টের সাবেক বিচারক।