টিভি-ইউটিউবসহ সামাজিক মাধ্যমে নাটক, শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ প্রচারের ক্ষেত্রে মনিটরিংয়ে সেন্সর বোর্ড গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (২৮ নভেম্বর) রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি হয়।
রুলে টিভি ও ইউটিউবসহ সামাজিক মাধ্যমে প্রচার করা নাটক, শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ প্রচারে কেন সেন্সর বোর্ড গঠন করার নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, ‘ঘটনা সত্য’র প্রযোজক এবং পরিচালকসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ৪ নভেম্বর পিএফডিএ-ভোকেশনাল ট্রেইনিং সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান এ রিট করেন।
আবেদনের পক্ষে শুনানি করেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট নুসরাত জাহান, মো.তারিকুল ইসলাম (তারেক) ও মোশাররফ হোসেন মনির।