নিজস্ব প্রতিবেদক
‘একজন উদ্যোক্তা অপর উদ্যোক্তাকে প্রমোট করি’স্লোগানে অন্ট্রাপ্রেনিওরস ক্লাব অব বাংলাদেশের মিরপুর জোনের মিটআপ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে৷ উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য মিট আপ কনফারেন্স আয়োজন করে সংগঠনটি৷
সোমবার (৭ অক্টোবর) মিরপুরের ইসিবি চত্তরে একটি হলরুমে এ আয়োজন করা হয়৷
অনুষ্ঠানে ক্লাবের গভর্নিং কমিটির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, “আমাদের ক্লাবের উদ্যোক্তাদের জন্য সব সময় আমরা এই ধরনের উদ্যোক্তা আড্ডা আয়োজনের চেষ্টা করি। এই ধরনের আয়োজনের মাধ্যমে ই-ক্লাবের নতুন ও পুরাতন সদস্যদের মাঝে সখ্যতা তৈরি হয়।”
ক্লাবের প্রেসিডেন্ট ড. শাহ আলম চৌধুরী বলেন, “ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের নিবন্ধিত সদস্যদের মাঝে সুসম্পর্ক বৃদ্ধির জন্য প্রায় প্রতি মাসেই উদ্যোক্তা আড্ডা করার চেষ্টা করি। দেশের এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ তৈরির জন্য প্রতিনিয়ত কাজ চলছে। দেশের বাইরের কিছু প্রতিষ্ঠানের সাথে চুক্তিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”
ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব অন্তু করিম বলেন, “ই-ক্লাব তার লক্ষ্যে প্রতিনিয়ত এগিয়ে চলেছে। ভবিষ্যত পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। ই-ক্লাবের নিজস্ব বিল্ডিং, মেম্বারদের জন্য নিজস্ব প্রকল্পে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাসহ ফ্ল্যাট তৈরির পরিকল্পনা সহ আরো বিভিন্ন সুদূর প্রসারী কার্যক্রম ই-ক্লাব ভবিষ্যতে বাস্তবায়ন করার পরিকল্পনা করছে।”
ফাউন্ডার মেম্বার আবুল হাশেম বলেন, “এই ধরনের মিটআপগুলো ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে সরাসরি সাক্ষাত ও নেটওয়ার্কিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ।”
ফাউন্ডার মেম্বার নাজমা আক্তার বলেন, “ই-ক্লাবের বিভিন্ন মিটআপগুলোতে নতুন পুরাতন সদস্যদের মধ্যে ব্যবসায়িক পার্টনার খুঁজতে অন্যতম ভূমিকা পালন করছে।”
ক্লাবের ফাউন্ডার মেম্বারগণ, নিবন্ধিত সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি: মো: সাজিবুল আল রাজিব, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলায়মান আহমেদ জিসান, জনসংযোগ সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি অরূপা দত্ত সহ ক্লাবের বিভিন্ন কমিটি ও প্রকল্প পরিচালকগণ।
দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলায়মান আহমেদ জিসান বলেন, “প্রত্যেক উদ্যোক্তা স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় তার অধ্যবসায় ও নিষ্ঠা। সফলতার পথে বাধা আসবেই, তবে সেগুলোই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।”
প্রোগ্রামের আহ্বায়ক রাবেয়া খাতুন লাকি বলেন, “মিরপুরের এই উদ্যোক্তা আড্ডা হলো মূলত উদ্যোক্তাদেরকে একত্রিত করার প্রচেষ্টা। উদ্যোক্তা হওয়া মানে শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, বরং সমাজের উন্নতির পথে নতুন দ্বার উন্মোচন করা। প্রতিটি চ্যালেঞ্জের মুখে সাহসিকতা ও উদ্ভাবনের আলো ছড়িয়ে দেওয়া। আমরাও ই-ক্লাবের মাধ্যমে তাই করছি।”
অন্ট্রাপ্রেনিউরস ক্লাব অব বাংলাদেশ বেসরকারিভাবে বাংলাদেশের প্রথম এবং সর্বাধিক জনপ্রিয় একটি উদ্যোক্তা কমিউনিটি প্ল্যাটফর্ম। এখানে উদ্যোক্তারা নেটওয়ার্কিং, ট্রেনিং, মেন্টরিং, ফান্ডিং এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এর মাধ্যমে নিজস্ব নেটওয়ার্কিং ও ব্র্যান্ডিং করে থাকে। প্রায় এক হাজার নিবন্ধিত উদ্যোক্তা এবং ৭০ হাজারের অধিক সোশ্যাল ফলোয়ারের মাধ্যমে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।