স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই চার-ছক্কার মার ও নিত্যনতুন রেকর্ড ভাঙ্গা-গড়া। যা করতে পারেনি সাকিব আল হাসান, উমর গুল বা শহীদ আফ্রিদিদের মতো বিশ্বমানের ক্রিকেটাররা, সেটি করেছেন নামিবিয়ার বোলার রুবেন ট্রাম্পেলম্যান। গতকাল (বৃহস্পতিবার) স্কটল্যান্ডের বিপক্ষে খেলার প্রথম ওভারের শুরুর ৪ বলে ৩ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়েন এই পেসার।
ইতোমধ্যে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নামিবিয়া। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠেছে তারা। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ও সুপার টুয়েলভে প্রথম জয় পেয়েছে ডেভিড ভিসারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তি কেউ করে দেখাতে পারেনি। বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন নামিবিয়ার অখ্যাত পেসার রুবেন ট্রাম্পেলম্যান। স্কটল্যান্ডের বিরুদ্ধে ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে টপ অর্ডারের ৩ উইকেট তুলে নেন তিনি।
ম্যাচের প্রথম ওভারেই স্কটল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান এই পেসার। খেলার প্রথম বলেই বোল্ড করেন ওপেনার জর্জ মুনসিকে। এরপর ২টি ওয়াইড বলের মাঝে একটি ডট বল করেন। পরের ২ বলে ২ উইকেট তুলে নেন ট্রাম্পেলম্যান। ফেরান কালাম ম্যাকলেয়ড ও রিচি বেরিংটনকে।
প্রথম ওভারে এমন বিধ্বংসী বোলিংয়ের আর ঘুরে দাঁড়াতে পারেনি স্কটিশরা। ১০৯ রানে থামে তাদের ইনিংস। ট্রাম্পেলম্যান তার ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এই পেসারের অনন্য রেকর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার টানা তিন জয় নিশ্চিত করেছে। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে এই অখ্যাত বোলারের হাতে।
নামিবিয়ার ক্রিকেট বিশ্বকাপে খেলাটা অনেকটা রূপকথার গল্পের মতো। বিশ্বকাপের মূল মঞ্চে খেলতে তাদের ২৪টি ম্যাচ খেলে আসতে হয়েছে। এই যাত্রা যেমন রোমাঞ্চে ভরপুর ছিল ঠিক তেমনই একের পর এক দারুণ পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে আফ্রিকা মহাদেশের ছোট এই দেশটি।
বিএসডি/এসএসএ