নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সোলায়মান (৪২) মারা গেছেন। সোমবার (৬ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।
হাসপাতালের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের চারজনকে আমাদের এখানে আনা হয়েছিল। এদের মধ্যে রাত সাড়ে নয়টায় সোলাইমান হোসেন মেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান। তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আমাদের এখানে রিমার শরীরের ১৫ শতাংশ, মাহিতের শরীরের ১৬ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন। শিশু আরোজ ৫ শতাংশ দগ্ধ হওয়ার তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল।
সোমবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়েছিল।
বিএসডি /আইপি