বর্তমান সময় ডেস্ক,
নগরের বাকলিয়া থানার রাজবাড়ি কনভেনশন সেন্টার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে ৭৯ লাখ টাকার ২৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। তারা হলেন- আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), একই এলাকার নবী হোসেনের মেয়ে সেনোয়ারা বেগম (২৭) ও একই থানার খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।
রোববার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান।
তিনি জানান, বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীত পাশে রাজবাড়ি কনভেশন সেন্টারের সামনে পাকা রাস্তার ওপর কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বেচাকেনার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ১১টায় র্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় সুকৌশলে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ২৬ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৭৯ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীর কাছে বিক্রি করে আসছে। গ্রেফতার আসামি ও উদ্ধার করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএসডি/আইপি