নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘নারীরা জন্মগতভাবেই যোদ্ধা। নারীরা প্রতিটা ক্ষেত্রে যুদ্ধ করে। সেই যোদ্ধা হয়েই আমরা প্রতিটা ক্ষেত্রে জয় করতে চাই। আমরা শুধু ৮ মার্চ উদযাপন করবো না। সারা বছরের প্রতিটা দিনই নারী দিবস।’
আজ মঙ্গলবার বিকেলে শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন নগর ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় সংক্ষিত নারী কাউন্সিলর, নারী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও উদ্যোক্তদের সঙ্গে ওই আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
মেয়র আইভী বলেন, ‘নারীদের অনেক অবদান কিন্তু আমাদের নারীদের অবহেলা করা হয়। সেই নারী সর্বোচ্চ পর্যায়ে থাকুক না কেন। সবাই বলবে “মহিলাতো এজন্যই এরকম করে কথা বলে” – এই যে ছোট করা, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে পুরুষের।’
‘একটি পুরুষ যখন কোনো বড় পদে থাকে সে তখন ১০টা ধমক দিলেও তার কোনো দোষ নাই। কিন্তু একটি নারী যখন একটি পদে থাকে তখন সে যদি একটু জোরে কথা বলে তখনই সবাই-পিয়ন থেকে শুরু করে বসও বলতে থাকে— এই মহিলা বদমেজাজী, মহিলা ঠিক নাই। আমার ক্ষেত্রে এই উপাধি আছে। কিন্তু আমি এগুলোকে পরোয়া করিনি। আপনাদেরও করতে হবে না। আপনি নিজে যদি সঠিক থাকেন, আপনার নীতি যদি সঠিক থাকে তাহলে এই ছোটখাটো যেসব কথা হচ্ছে এগুলো কোনো ব্যাপার না। কারণ পুরুষ শাসিত সমাজে নারীকে এগিয়ে যেতে হলে এ ধরনের গুঞ্জন, এ ধরনের অপবাদ আপনাকে শুনতেই হবে,’ বলেন তিনি।
আইভী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিভঙ্গি ওইরকম ছিল যে, প্রান্তিক জনগোষ্ঠীকে আমি ক্ষমতায়ন করবো। নারীকে সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণে অংশীদারিত্ব দিবো। একটা জাতিকে এগিয়ে নেওয়ার জন্য নারীদের পিছিয়ে রাখা যাবে না। । তিনি আমাদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছেন। ধাপে ধাপে তিনি নারীদের বিভিন্ন জায়গায় যুক্ত করছেন বিশেষ করে সচিবালয়, ডিসি অফিস এখানে প্রচুর নারী কর্মকর্তা আছেন। এ সুযোগটা আরো কাজে লাগাতে হবে।’
তিনি বলেন, ‘যতই আমাদের সুযোগ দেওয়া হোক না কেন আমরা যদি নিজেদের শিক্ষায় শিক্ষিত করতে না পারি, আমি যদি নিজেকে মানুষ হিসেবে ভাবতে না পারি, আমার আত্মশক্তিতে যদি বলিয়ান না হতে পারি, আমার আত্মবিশ্বাস যদি বাড়াতে না পারি, তাহলে আমাকে সুযোগ দিলেও আমি সেই সুযোগটা কাজে লাগাতে পারবো না।’
এলআইইউপিসি প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজা ইয়াসমিন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আজিজ, কাউন্সিলর আফসানা আফরোজ বিভা, পানকৌড়ি কিচেন অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক পারভীন আক্তার পান্না।
বিএসডি/ এলএল