সংরক্ষিত মহিলা আসনের (জামালপুর-শেরপুর) সংসদ সদস্য হোসনে আরা অভিযোগ করেছেন, তাঁকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন লাঞ্ছিত করেছেন। আনোয়ার ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক। বৃহস্পতিবার রাতে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতার কাছে লাঞ্ছিত হওয়ার ঘটনায় সংরক্ষিত মহিলা আসনের (জামালপুর-শেরপুর) হোসনে আরা এমপি জামালপুরের ইসলামপুর উপজেলায় তাঁর বাসভবনে সাংবাদিকের বলেন, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানে বলি, আমি জামালপুর-শেরপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। আমার নিজ এলাকা ইসলামপুরে দলীয় প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয় না। আমি তো শুধু সংসদ সদস্য নই, দলীয় কর্মী হিসেবেও দাওয়াত আমার প্রাপ্য। অকথ্য ভাষায় গালাগালের পর আমার গায়ে হাত তুলেছে। আমি আনোয়ারকে জিজ্ঞেস করি এমন আচরণ করার সাহস সে কোথায় পায়? বাসায় আসার সময় গাড়িতে বসা অবস্থাতেই জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহকে জানিয়েছি। এ বিষয়ে আনোয়ার হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে হোসনে আরার অভিযোগ সঠিক নয়।
মুহাম্মদ বাকী বিল্লাহ জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।