আন্তর্জাতিক ডেস্ক
একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের গভর্নর অ্যান্ড্রু কুমো।
ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ জানিয়েছে, আগামী ১৪ দিনের মধ্যে তার এই পদত্যাগ কার্যকর হবে। মূলত এর পরপরই দায়িত্ব গ্রহণ করবেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথে হসুল।
মঙ্গলবার (১০ আগস্ট) বিবৃতির মাধ্যমে কুমো বলেছেন, আমি এই পদ থেকে সরে গিয়েই প্রশাসনকে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারি।
সম্প্রতি নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে করা তদন্তে উঠে আসে এক চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যায়, অ্যান্ড্রু কুমো এখন পর্যন্ত অন্তত ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন। এদের মধ্যে রাজ্যের কর্মীরাও রয়েছেন। যদিও কুমো তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো শুরু থেকেই প্রত্যাখ্যান করেছেন। এখন একাধিক কাউন্টিতে তার বিরুদ্ধে চলছে জোর তদন্ত।
তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, অনেক বিখ্যাত ডেমোক্র্যাট নেতা এরই মধ্যে কুমোর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এদের মধ্যে স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেট নেতা চাক সুমারের মতো বড় বড় নামও রয়েছেন। এছাড়া তার সহকর্মী ডেমোক্র্যাটরাও তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করেছিলেন।
কিন্তু অ্যান্ড্রু কুমো তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন। তার মতে, এতে করে শুধুমাত্র ট্যাক্স দাতাদের অর্থের অপচয় হচ্ছে। আর আমার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও তা ক্ষণস্থায়ী।
উল্লেখ্য, অ্যান্ড্রু কুমো এই পদক্ষেপের ফলে বিগত ১৩ বছরের মধ্যে দ্বিতীয়বার কোনো গভর্নরের পদত্যাগ দেখল নিউইয়র্ক।
বিএসডি/এমএম