স্পোর্টস ডেস্ক
নতুন বছরের প্রথম দিন। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ। টস ভাগ্য টাইগারদের পক্ষে। তবে সাতপাঁচ ভেবে অধিনায়ক মুমিনুল হক নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। নিউজিল্যান্ড উইকেট সচরাচর যেমন হয়, মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালের উইকেটে এতোটাও ঘাসের ছোঁয়া ছিল না। তবুও প্রথম ঘণ্টায় দাপট দেখিয়েছেন বাংলাদেশি পেসাররা। কিন্তু তুলনামূলক একটু বেশি গরম থাকায় ফায়দাটা পাননি সফরকারীরা পেসাররা।
প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন বললেন, ‘প্রথম ঘন্টায় আমরা দারুণ বোলিং করেছি। অনেকবার বল ব্যাটের পাশ দিয়ে গিয়েছে। দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে।’
যোগ করেন গিবসন, ‘আমরা বাংলাদেশের উইকেটে ঘাস দেখি না। এটা একটা বিষয়। আমরা ভেবেছিলাম শুরুতে মুভমেন্ট পাব এই উইকেট। সেটা পেয়েছিও। আজ গরমও ছিল, যে কারণে উইকেটের ভেজা ভাবটা বেশিক্ষন ছিল না। এখন অনেকটা ফ্ল্যাট উইকেট বলা যায়। তবে ছেলেরা যেভাবে বল করেছে তাতে আমি গর্বিত। ওরা সারাদিন ভালো বল করেছে। মিরাজ একটা প্রান্ত থেকে রান কম দিয়ে বল করে গেছে।’
প্রথম দিনে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ড স্কোর বোর্ডে তুলেছে ২৫৮ রান। শতক হাঁকানো ডেভন কওয়েনেকে ১২২ রানে ফিরিয়ে স্বস্তি বাংলাদেশ শিবিরে। ম্যাচের বর্তমান পরিস্থিতিকে সাম্যাবস্থা বলছেন গিবসন। কৃতিত্ব দিচ্ছেন বোলারদের।
গিবসনের ভাষায়, ‘সব পেসারই ভালো করেছে। ইবাদতও ভালো করেছে। ওদের জন্য এই কন্ডিশন কিন্তু অচেনা। আমরা একটু সামনে বল করেছি। সুইং করিয়েছি। দেখা যাবে এমন বোলিংয়ে হয়তো অন্যদিন আরও ২-৩টা উইকেট বেশি পড়েছে। কনওয়ে একটুর জন্য বেঁচে গেছে। তবে এটাই হয় আন্তর্জাতিক ক্রিকেটে।’
সকালের সেশনে প্রথম ঘণ্টায় তাসকিন আহমেদ গতি দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেন প্রতিপক্ষকে। উইকেটের দুই পাশেই সুইং করিয়ে কিউই ব্যাটসম্যানদের পরীক্ষা নেন শরিফুল। এতে খেই হারায় স্বাগতিকরা। টানা ৬ ওভার মেডেমের পর ইনংসের ৪৬ নম্বর বলে দ্বিতীয় রানের দেখা পায় নিউজিল্যান্ড।
শিষ্যদের প্রশংসায় ভাসান গিবসন, ‘আমরা সুইং করানো নিয়ে কাজ করেছি। আজ সবাই সুইং করানোর চেষ্টা করেছে। বাংলাদেশে ওরা ব্যাক অব দ্য লেংথে বল করে বেশি। কারণ সেখানে তেমন সুইং থাকে না। আমরা আজ আরও বেশি উইকেট পেতে পারতাম। কিন্তু বুঝতে হবে আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি।’
এসএ