আন্তর্জাতিক ডেস্ক
ডেল্টা ভারিয়্যান্ট ছড়িয়ে পড়ায় নিউজিল্যান্ডে চারদিনের লকডাউন বাড়ানো হয়েছে। গতকাল সোমবার (২৩ আগস্ট) দেশটির মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত হয়।
দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, মন্ত্রিসভায় আরও চারদিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৭ আগস্ট এ লকডাউন শেষ হবে।
অন্যদিকে দেশটির অকল্যান্ডে আগামী ৩১ আগস্ট পর্যন্ত লকডাউন থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৪ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অকল্যান্ডের বৃহত্তম শহরে ৫৮ বছর বয়সী এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, তিনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। তিনি গত ১৭০ দিনের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত একমাত্র রোগী।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৯ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৩৩ লাখ ১ হাজার ৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ কোটি ৮ লাখ ৫১ হাজার ১৯২ জন।
এর আগে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মারা যান আরও ৮ হাজার ২৬৪ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৫১ হাজার ৫১০ জন। রোববার (২২ আগস্ট) বিশ্বে করোনায় মারা যান ৮ হাজার ৬৬৬ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৬২ হাজার ১৬৮।