ঢামেক প্রতিবেদক
রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় নির্মাণাধীন ভবনে প্লাস্টারের কাজ করার সময় নিচে পড়ে মোশারফ হোসেন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরের দিকে আমরা কয়েকজন মাচা তৈরি করে একটি ভবনের প্লাস্টারের কাজ করছিলাম। মোশারফ অসাবধানতাবশত ৭তলা ভবনের ৪তলা থেকে নিচে পড়ে যান। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানায়। তিনি আজিমপুর বিডিআর ১ নম্বর গেট এলাকায় ভাড়া থাকতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান ঢাকা পোস্টকে জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা তিনজনকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।