নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের বাদুরের ঝর্ণা এলাকায় নিখোঁজ পর্যটক আকিবের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় নিখোঁজের ২২ ঘণ্টা পর মরদেহটি উদ্ধার করা হলো।
ঘটনাস্থল থেকে ৪০ ফুট দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা বাদুরের ঝর্ণা এলাকার সাংগু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আহনাফ আকিব (২২) নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে। এর আগে সকাল ৯টায় তার বোন মারিয়াম আদনীনের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পরিবারের ১০ জন বান্দরবানের হোটেল দ্যা প্যারাডাইসে ওঠেন। বান্দরবানের নীলাচল, মেঘলা, নীলগিরিসহ বিভিন্ন স্পট ঘুরে বেড়ান।
শুক্রবার রাতের বাসে তাদের নিজ বাড়িতে ফেরার কথা ছিল। শুক্রবার সকালে সাংগু নদীতে নৌকা ভ্রমণে বের হয়ে রোয়াংছড়ি উপজেলার তারাছা বাদুরের ঝর্ণা এলাকার সাংগু নদীতে মুছায়াত তানিম নদীতে গোসলে নামলে হঠাৎ নদীর মধ্যে তার পা মাটি থেকে সরে যায়।
তাকে উদ্ধারের জন্য বাকিরা নদীতে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলে নারায়ণগঞ্জের আমিনুল ইসলামের মেয়ে মারিয়া ইসলাম (১৯) ডুবে মারা যায়। নিখোঁজ হন নারায়ণগঞ্জের ফতুল্লার জহিরুল ইসলামের ছেলে মো. আহনাফ আকিব (২২) ও মেয়ে মারিয়াম আদনিন (১৭)।
বান্দরবান ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম জানান, সাংগু নদীতে নিখোঁজ থাকা দ্বিতীয় পর্যটক আকিবের মরদেহ দুপুর দেড়টায় উদ্ধার করা হয়েছে। মরদেহটি বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএসডি/ এলএল