নিজস্ব প্রতিবেদক
জায়গা সংকটে পড়েছে পরিবহন পুল। এজন্য সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরের সরকারি গাড়ি পরিবহন পুলে না রেখে নিজ গ্যারেজে রাখার অনুরোধ করেছে সরকারি যানবাহন অধিদপ্তর।
সম্প্রতি সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার ও অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর স্বাক্ষরিত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছে।
চিঠিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরের গাড়িসসহ পরিবহন পুলের গ্যারেজ ভবনে রাখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পুরোনো গাড়িগুলো পরিবহন পুলে জমা নেওয়ার কারণে স্থান সংকট প্রবল আকার ধারণ করেছে। ফলে স্থান সংকুলতার কারণে ভিভিআইপি, ভিআইপিসহ প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যবহৃত এ অধিদপ্তরের গাড়িসমূহ গ্যারেজ ভবনে রাখা সম্ভব হচ্ছে না।
এই অবস্থায় মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তরের গাড়িগুলো পরিবহন পুলের গ্যারেজ ভবনের পরিবর্তে নিজ নিজ গ্যারেজে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করার বিনীত অনুরোধ করা হলো।