বিনোদন ডেস্ক:
গত মঙ্গলবার (৩০ আগস্ট) ৫০ এ পা দিয়েছেন টলিউড অভিনেত্রী ও পরিচালক শ্রীলেখা মিত্র। কাছের মানুষদের নিয়ে চুটিয়ে জন্মদিন উদ্যাপন করেছেন তিনি। সোমবার (২৯ আগস্ট) রাত থেকে শুরু করেছিলেন খাওয়া-দাওয়া, নাচ-গান, হুল্লোড়।
জন্মদিন উদ্যাপনের সেই মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগও করে নিয়েছিলেন শ্রীলেখা। কিন্তু বিদেশি মদ খাওয়ার ভিডিও শেয়ার দিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন এ অভিনেত্রী। শুরু হয়েছে কটাক্ষের বন্যা।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মানুষের কটাক্ষ ও বাজে মন্তব্যের জবাবে শ্রীলেখা লেখেন, আমার মদ খাওয়ার ভিডিও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সবাই ভাইরাল করেছে। বেচারাদের চুরির পয়সায় সস্তা বাংলা খেতে হয়, আমার দামি মদ খাওয়া দেখে হয়তো কষ্ট পেয়েছে। আহা রে! নিজের জন্মদিনে, নিজের বাড়িতে, নিজের পয়সায় খেয়েছি—বেশ করেছি। কারও অনুপ্রেরণায় খাই না।
এ প্রসঙ্গে শ্রীলেখা বলেন, এরা আমার পাত্তা পাওয়ারই যোগ্য নয়। কারও বাবার টাকায় আমি জন্মদিন উদ্যাপন করিনি। আমার নামে কুৎসা রটিয়ে যদি তাদের কিছু টাকা রোজগার হয়, তাহলে তো ভালোই। আমার কিছু যায়-আসে না।’
শ্রীলেখা জানান, আপাতত নিজের পরিচালনায় মন দিতে চান তিনি। খুব শিগগির শুরু করবেন তার নতুন সিনেমার কাজ।
বিএসডি/এফএ