নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যমন্ত্রী বলেন, অস্থিতিশীল নিত্যপণ্যের বাজারে প্রান্তিক মানুষের কথা ভেবে চলতি মাসেই সরকার এক কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাঁচ কোটি মানুষকে খাদ্যসহযোগিতা করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুস সবুর মণ্ডল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন, বিজিবির উত্তর-পশ্চিমাঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মহানগর পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর বিভাগীয় মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন উপস্থিত ছিলেন।
কর্মশালায় রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা অংশ নেন।
বিএসডি/ এমআর