আন্তর্জাতিক ডেস্ক
নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আগামী ৩১ আগস্টের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক এবং সহযোগী আফগানদের সরিয়ে নিয়ে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে চায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৪ আগস্ট) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ। যদিও মিত্র দেশগুলো এই সময়সীমা বাড়ানোর ব্যাপারে মার্কিন প্রশাসনকে বারবারই অনুরোধ জানিয়ে আসছে।
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, আফগানিস্তান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্নের কাজে এখনো কোনো পরিবর্তনের ইচ্ছা নেই যুক্তরাষ্ট্রের। যদিও এই সময়সীমা আরও কিছুটা দীর্ঘায়ত করতে আগামী জি-৭ সম্মেলনে বাইডেন প্রশাসনকে চাপ দিতে পারে ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি।
এছাড়া সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালেবান জানিয়েছে, এবারের প্রত্যাহার প্রক্রিয়ার সময়সীমা কোনোভাবে বৃদ্ধি করা হলে তা হবে উভয়পক্ষের মধ্যে চুক্তির স্পষ্ট লঙ্ঘন। যদিও তালেবান নেতাদের ক্ষমতা গ্রহণের পর এক সপ্তাহেরও বেশি সময় অতিক্রম হলেও দেশ ত্যাগে ইচ্ছুক হাজার হাজার আফগান এখনো কাবুল বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন।
যদিও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তান থেকে মার্কিন নাগরিক ও সহযোগী আফগানদের সরিয়ে নিতে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্নের সময়সীমা বৃদ্ধি করা হবে কি না তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারণ করবেন।
এ দিকে পরিচয় গোপন রাখার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পেন্টাগনকে যথাযথ প্রস্তুতি গ্রহণের সুযোগ দিতেই মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন।
গত সোমবারও হাজার হাজার আফগান দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে এসে ভিড় জমান। এবার তারা যে কোনো উপায়ে দেশ ত্যাগে ইচ্ছুক। কানাডার একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, মার্কিন সেনাবাহিনীসহ বিভিন্ন দেশের সৈন্যদের নিয়ন্ত্রণে থাকা কাবুল বিমানবন্দরের বর্তমান পরিস্থিতিতে সহিংসতা আরও সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
অপর দিকে হোয়াইট হাউস থেকে পাঠানো তথ্য অনুযায়ী, সোমবার স্থানীও সময় বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত নির্ধারিত ১২ ঘণ্টায় কাবুল থেকে প্রায় ১০ হাজার ৯০০ মানুষকে সরিয়ে অন্যত্র নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আর গেল ১৪ আগস্ট থেকে এই সংখ্যাটি প্রায় ৪৮ হাজার ছাড়িয়েছে।
বিএসডি/এএ