উপজেলা প্রতিনিধি, সাভার
শীতের সকালে ঘুম না ভাঙ্গতেই শোনা যায় মাইকের শব্দ। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকে চলে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নানা গুণগান স্লোগান প্রচার করা হয় মাইকে। এতে এক রকমের অতিষ্ঠ হয়ে উঠেছেন সাভারের ভাকুর্তার বাসিন্দারা।
সরেজমিনে ভাকুর্তা ইউনিয়নে গিয়ে দেখা যায়, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচারণা শুরু করেছে। প্রতীক বরাদ্দের পর থেকে গত কয়েকদিন ধরে শুরু হয়েছে প্রচারণা। এতে মাইকের উচ্চ শব্দে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছেন। অনেকেই আবার দুঃখ প্রকাশ করছেন। প্রচন্ড শব্দে বিরক্ত হয়ে কেউ কেউ বলছেন, এবার কেন্দ্রে ভোট দিতে যাবে না।
এসময় কয়েকজন ব্যবসায়ী বর্তমান সময় কে বলেন, ‘ সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন উচ্চ শব্দে মাইক বাজিয়ে প্রার্থীদের নানা প্রচারণা চালানো হয়। প্রচন্ড শব্দের ফলে রাস্তার পাশে থাকা ব্যবসায়ীক কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে। কেউ নিজের কণ্ঠেই বলে যাচ্ছেন, আবার কেউ রেকর্ড করা স্লোগান ছেড়ে দিচ্ছেন। প্রতিদিন এভাবে মাইক বাজালে শব্দ দূষণের ফলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। ‘
নির্বাচনের প্রচারণা সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসী জানায়, ‘ মাইকের প্রচন্ড শব্দে আমরা বিরক্ত হয়ে গেছি। এক প্রার্থীর পর আরেক প্রার্থী প্রচারণার জন্য আসে। সকাল থেকে রাত পর্যন্ত মাইক বাজিয়ে তারা প্রচারণা করে। ‘
উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপে ভাকুর্তায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচারণা শুরু করেছে।
বিএসডি /ইয়াসিন/এসএ