বর্তমান সময় ডেস্কঃ
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করা হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিধান অনুযায়ী এর আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করা হবে।
তিনি বলেন, নির্বাচনের সকল প্রস্তুতির কথা আজকে রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। তিনি সব শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরণের সহযোগিতার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি। এখন আমরা কমিশনে বসে চূড়ান্ত তালিকা ঠিক করে খুব দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করবো।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকের করার জন্য বঙ্গভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এরপর দুপুর ১২টার দিকে বৈঠক শুরু হয়। এতে সিইসি ছাড়াও চার জন নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির কার্যালয়ে প্রবেশের আগে সাক্ষাতের বিষয়টি জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
আগের দিন বুধবার (৮ নভেম্বর) নির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে জানিয়েছেন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ইসি সচিব সাংবাদিকদের জানান, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে কমিশন। তিনি চাইলে কোনো পরামর্শ দিতে পারেন। তবে তফসিল ঘোষণার চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। কমিশন সভায় এটা ঠিক করা হবে।
বিএসডি/আরপি