নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
রাজবাড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চতুর্থ ধাপে রাজবাড়ী সদর উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়। কিন্তু ভোট গণনা শেষে ফলাফল ঘোষণার পর মূলঘর ও শহিদওহাবপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। ওই সহিংসতায় এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রিসাইডিং অফিসারসহ সংশ্লিষ্ঠ ২৩ জনকে মারপিট করার অভিযোগ উঠে। সোমবার দুপুরে রাজবাড়ী থানায় পৃথক দুটি মামলা করা হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে।
শহিদওহাবপুর ইউনিয়নের পশ্চিম রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক আজাদুর রহমানের দায়ের করা মামলায় বলা হয়েছে, ওই কেন্দ্রে সাধারণ সদস্য প্রার্থী (মেম্বার) আকতার হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৬৪৮ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের বাচ্চু ঢালী পান ৬৪১ ভোট। ওই কেন্দ্রে ফলাফল প্রকাশ করার পরপরই বাচ্চুর কর্মী ও সমর্থকরা হট্টগোল ও হামলা শুরু করে।
এক পর্যায়ে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ আনসার ও পুলিশ সদস্য সহ আটজন স্কুলের একটি কক্ষে আশ্রয় নেয়। পরে পুলিশ ৬ রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় হামলাকারীরাও পাল্টা গুলি ছোড়ে। এতে রাজবাড়ী ট্রাফিক পুলিশের কনস্টেবল বেলায়েত হোসেনের পায়ে গুলি লাগে। তিনি ৩০ জনকে চিহ্নিত করে অজ্ঞাত পরিচয়ের ৩৫০-৪০০ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় নজরুল, টোকন, বাবুল ও বাচ্চু নামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুরজিত চক্রবর্তী জানিয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার সিকদার, বিজিবি, আনসার ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল প্রদান করা হয়। ফলাফল প্রদান শেষে ১৫ জন নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজবাড়ী জেলা শহরের উদ্দেশে রওনা হতেই সাধারণ সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকরা হামলা চালায়। এতে তারা সবাই আহত হয়। হামলাকারীরা পাঁচটি খালি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। তিনি ২৫ জনকে চিহ্নিত করে অজ্ঞাত পরিচয়ের ১৫০-২০০ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ আশিক প্রামানিক নামে একজনকে গ্রেফতার করেছেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাহাদাত হোসেন বলেন, ছিনতাই হয়ে যাওয়া ব্যলট বাক্স আমরা উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এসএ