আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর সে দেশে বসবাসরত উইঘুর মুসলিমরা আতঙ্কিত হয়ে আছে। উইঘুরদের শঙ্কা, তাদেরকে চীনে কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার জন্য ফেরত পাঠানো হবে অথবা নানা ধরনের বিপদের সম্মুখীন হতে হবে তাদের।
চলতি মাসের শুরুর দিকে তালেবান আফগানিস্তানের দখল নিতে শুরু করার পর থেকে হাজার হাজার আফগান দেশ ছেড়ে যাওয়ার হিড়িক চলছে।
মানবাধিকার সংগঠনগুলোর শঙ্কা, আফগানিস্তানে থাকা দুই হাজার উইঘুরের ভাগ্যে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াংয়ে ১২ মিলিয়ন উইঘুর মুসলিম অন্তত ২০১৭ সাল থেকে চীন সরকারের নিপীড়নের শিকার হচ্ছে। উইঘুরদের সেখানে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করার অভিযোগ রয়েছে। এছাড়া উইঘুরদের ঘরে নিয়ে গিয়ে আটককেন্দ্রে রাখা, জোরপূর্বক শ্রম দিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
একজন উইঘুর নারী ১০ বছরের বেশি সময় ধরে তার আফগান স্বামীর সঙ্গে কাবুলে বসবাস করেছেন। ‘চীনা মাইগ্রেন্ট’ হওয়ার কারণে তালেবান তাকে চীনে ফেরত পাঠাতে পারে বলে শঙ্কায় আছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, আমি আতঙ্কে আছি যে, তারা (তালেবান) আমাকে খুঁজতে আসতে পারে। কারণ আমি চীন থেকে এসেছি। তারা আমাকে মেরে ফেলার শঙ্কা আছে কিংবা তারা আমাকে চীনে ফেরত পাঠাতেও পারে।
সূত্র: রেডিও ফ্রি এশিয়া।