জেলা প্রতিনিধি:
মাদারীপুর শহরের পৌরসভার সামনে নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা সদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। বর্তমানে ওই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। এ ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
রোববার (৭ নভেম্বর) সকালে বাড়ির মালিক মোস্তফা কামালের মোবাইলে ফোন করে এ টাকা চাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শহরের পৌরসভার সামনে অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল চারতলা বাড়ি নির্মাণ করছেন। ভবনের নিচ তলার একটি কক্ষে বোমা রেখে তার মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনা বাড়ির মালিক পুলিশকে জানালে ঘটনাস্থল পরিদর্শন করে তারা ।
এ ব্যাপারে মাদারীপুর পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, নির্মাণাধীন ভবনের নিচ তলার একটি কক্ষে কে বা কারা বোমা সদৃশ বস্তু রেখে বাড়ির মালিকের কাছে টাকা দাবি করে। বিষয়টি বাড়ির মালিক আমাদের জানালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঢাকায় বোমা বিস্ফোরক বিশেষজ্ঞ টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঢাকা থেকে আসছে। বিশেষজ্ঞ টিম আসার পর জানা যাবে এটি বোমা না অন্য কোনো বস্তু। বর্তমানে বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে।
বিএসডি / আইকে