নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি জনপ্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের চাওয়া ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে ধারাবাহিকভাবে কাজ করে রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন করতে চায়। এ জন্য দেশ, ইসলাম ও মানবতার স্বার্থকে বেসিক ধরে কাজ করছে। আমরা শুধু রাজনীতির জন্য রাজনীতি করি না। আমরা মনে করি বারবার ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে জনগণের কোনো কল্যাণ নেই। এ জন্য আমরা নীতি ও আদর্শের পরিবর্তন চাই। নীতি ও আদর্শের পরিবর্তনের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব।
গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্ত্বরে বিশাল গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যারাই দেশ পরিচালনা করেছে তারাই দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ৫৩ বছরে শাসক গোষ্ঠী জনগণকে সোনার বাংলা, নতুন বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বালার নামে ধোকা দিয়েছে। কিন্তু জনগণের কাঙ্খিত মুক্তি, সামাজিক ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তার কারণ তারা শুধু নেতার পরিবর্তন ঘটিয়েছে। শুধু নেতা নয়, নীতি ও আদর্শেরও পরিবর্তন করতে চাই। তাহলেই জনগণের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক জান্নাতুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন নূর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নড়াইল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ তাজুল ইসলাম।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ খায়রুজ্জামান।