নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় সেখান থেকে উদ্ধার করা একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হয়।
শনিবার বেলা ১১টার দিকে ওই বোমাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি বিস্ফোরণ ঘটানো হয়। এসময় ঘটনাস্থল থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, র্যাবের একটি দল ঢাকা থেকে হেলিকপ্টারে নীলফামারী গিয়ে এই অভিযান চালায়। বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। তবে এর আগে সকালে ওই বাড়ি থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। সেখানে র্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিট সেখানে কাজ করছে।
জানা যায়, নীলফামারী সদরের মাঝাপাড়া পুটিহারি এলাকারও ওই বাড়িটি শনিবার ভোর থেকেই ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে র্যাবের পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত রয়েছে। এ ছাড়াও স্থানীয় থানা পুলিশের সদস্যরা আশপাশে অবস্থান নিয়েছেন।
বিএসডি/ এলএল