বিনোদন ডেস্ক
বোম্বের দিলীপ কুমার-মধুবালা কিংবা কলকাতার উত্তম-সুচিত্রার মতো ঢাকাই ছবিও জন্ম দিয়েছে অনেক সফল জুটি। তাঁদের মধ্যে কোনো কোনো জুটি পাঁচ–সাতটি ছবি করেই দর্শক মনে ঠাঁই করে নিয়েছেন। জনপ্রিয় এসব জুটির ছবি দেখতে একসময় মুখিয়ে থাকতেন দর্শক। শুধু জুটির নামেও সফল হতো চলচ্চিত্র।
১৯৫৬ সালে এ অঞ্চলের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবিটি তৈরি হলেও সফল একটি জুটির জন্য অপেক্ষা করতে হয়েছিল আরও পাঁচ বছর। চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ জানালেন, ১৯৬১ সালে মুস্তাফিজ পরিচালিত হারানো দিন ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধেন রহমান–শবনম। প্রথম ছবিতেই জুটিকে দারুণভাবে গ্রহণ করেন দর্শক। তাঁরা হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের প্রথম সফল জুটি। শুরু হয় এ দেশের চলচ্চিত্রে জুটি প্রথা। এ জুটি প্রসঙ্গে শবনম বলেন, ‘রহমান ভাইয়ের সঙ্গে আমি যে খুব বেশি অভিনয় করেছি, তা কিন্তু নয়। তবে যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছি, সবগুলোই দর্শক পছন্দ করেছে।’ রহমান-শবনম জুটি বাংলা ও উর্দু, দুই ভাষাতেই সফল। চান্দা, তালাশ, দরশন, জোয়ার ভাটা, পিয়াসা তাঁদের উল্লেখযোগ্য ছবি।
বিএসডি/আরএ