নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একই পরিষদের ৮ ইউপি সদস্য জেলা শহর মাইজদীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও গোলাম কুদ্দুস মিন্টুসহ ইউপি সদস্যরা।
লিখিত বক্তব্যে চেয়ারম্যানের বিরুদ্ধে ৮ জন ইউপি সদস্য অনাস্থা ঘোষণা করেন। অনিয়ম, দুর্নীতি তদন্ত করে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সরকারি প্রকল্প, অনুদান জনগণের জন্য ব্যায় করার দাবি জানান তারা।
কালাদরাপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।
বিএসডি/এসএস