সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে নোয়াখালীতে ঝটিকা মিছিল করেছে বিএনপি। অন্যদিকে মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
জানা গেছে, নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান ও জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে জেলা শহরের বিশ্বনাথ এলাকায় আজ সকালে একটি ঝটিকা মিছিল করে বিএনপি। অবশ্য খুব অল্প সময়ের ব্যবধানে মিছিলটি কয়েকশ গজ গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং দলটির নেতাকর্মীরা স্থান ত্যাগ করে চলে যান। অন্যদিকে দলীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান কর্মসূচি ও অবরোধবিরোধী মিছিল করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
নোয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান বলেন, আমাদের দলের নেতাকর্মীরা যার যার অবস্থানে রয়েছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। গ্রেপ্তার আতঙ্কে জেলায় বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারছে না। তারপরও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
মাইজদী বাজারে অবস্থান করা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রবনা বলেন, বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে যে প্রহসন করছে সাধারণ মানুষ সেই প্রহসন প্রত্যাখ্যান করেছে। সাধারণ জনগণ স্বাভাবিকভাবে চলাচল করছে। এর পাশাপাশি জামায়াত-বিএনপি যেন কোনো ধরনের অগ্নিসংযোগ বা কোনো অপতৎপরতা করতে না পারে সেজন্য আমরা ছাত্রলীগ সব সময় অবস্থান করছি।
দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করা ছাত্রলীগ নেতা আসিবুল হোসেন শান্ত ঢাকা পোস্টকে বলেন, বিএনপি-জামায়াত অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। তারই বিপরীতে সারা দেশের ছাত্রসমাজ জেগে উঠেছে। বিএনপি-জামায়েতের ডাকা অবৈধ অবরোধের বিরুদ্ধে আমরা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছি। কোথাও কোনো অবরোধের ছিটেফোঁটাও নেই। সব কিছুই স্বাভাবিক রয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ঢাকা পোস্টকে বলেন, বিএনপি যে অগ্নি-সন্ত্রাস করছে তারই প্রতিবাদে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা প্রত্যেকটি এলাকায় অবস্থান করছি। আমরা তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে যেকোনো নৈরাজ্য রুখে দাঁড়াব।
এদিকে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের বিরুদ্ধে জেলা সদরের মাইজদী বাজার থেকে সোনাপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বিএনপি-জামায়াতের অবরোধ রাজপথে থেকে প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন, যতদিন অবরোধ থাকবে ততদিন আগুন-সন্ত্রাস দমনে আমরা মাঠে থাকব। আগুন-সন্ত্রাসের কোনো ঠাঁই এই নোয়াখালীতে হবে না। আমরা সবাই মিলে রাজপথে থেকে বিএনপি জামায়াতকে প্রতিহত করবো। আমাদের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, তাই আমাদের দমিয়ে রাখা যাবে না। স্পষ্টভাবে বলছি যানবাহন ভাঙচুর,আগুন-সন্ত্রাস অথবা কোনো প্রকার বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে, ইনশাআল্লাহ।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, অবরোধের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না। জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ যদি কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএসডি / এলএম