নিজস্ব প্রতিবেদক,
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাসানহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ-নিপীড়নের ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে ধর্ষণ ও নিপীড়ন বন্ধে হাসানহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল মিন্টু, একুশে টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল, নোয়াখালী জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আশ্রাফুল সিরাজ হারুন, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল, মিডিয়া ব্যক্তিত্ব এআর টিটু, আলোকিত মানবিক অর্গানাইজেশন সভাপতি পারভেজ মোল্লা, নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা এবং সকল জেলা প্রতিনিধি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আসামিদের দ্রুত এবং সর্বোচ্চ শাস্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান। সেই সাথে গ্রেফতার হওয়া ধর্ষণকারীদের ফাঁসির দাবি তোলেন।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার দশম শ্রেণীর শিক্ষার্থী বাড়ির পার্শ্ববর্তী এক বান্ধবীর কাছ থেকে অনলাইনে পরীক্ষার নোট আনতে যায়। পথিমধ্যে আব্দুর রহমান ও তার বন্ধু ইব্রাহিম মিলে তাকে ধর্ষণ করে এবং তার ভিডিও ধারণ করে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
বিএসডি/আইপি