নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর চৌমুহনীর সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনায় ৩২টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩ নভেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় ১৫টি, হাতিয়ায় থানায় ১০টি, কবিরহাটে ১টি, কোম্পানীগঞ্জে ২টি, সোনাইমুড়ীতে ১টি, চাটখিলে ১টি, সেনবাগে ১টি ও সুধারাম থানায় ১টিসহ মোট ৩২টি মামলা হয়েছে। এসব মামলায় ২২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম আরও বলেন, গ্রেফতারদের মধ্যে ১০ আসামি হামলায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এসব মামলায় ৩৫ আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিএসডি /আইপি