নিজস্ব প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নৌকাবাইচের উদ্বোধন করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাখিমারা হাওরে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৩০টি নৌকা অংশগ্রহণ করে।
এই নৌকাবাইচ দেখতে পাখিমারা হাওরে হাজারো মানুষ নৌকা নিয়ে ভিড় করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে প্রথম পুরস্কার হিসেবে দুইটি সোনার নৌকা ও সোনার বৈঠা দেওয়া হয়।
নৌকাবাইচে গাছগলুই ও পানদৈক্কা নামে এই দুই ধরনের নৌকা অংশগ্রহণ করে। দুইটি গ্রুপের দুই রকমের নৌকাকে আলাদা আলাদা বিজয়ী নির্বাচন করা হয়। এ সময় প্রত্যেক গ্রুপের প্রথম স্থান অর্জনকারী নৌকাকে সোনার নৌকা-বৈঠা পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, শান্তিগঞ্জ ইউএনও আনোয়ার উজ্ জামান, ওসি মোক্তাদির হোসেন, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, ভাইস চেয়ারম্যান নূর হোসেন।
বিএসডি/আইপি