সাভার প্রতিনিধি:
সাভারে তুরাগ নদীতে নৌকা ডুবিতে নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফন করার জন্য ২০ হাজার করে টাকা অনুদান দেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
শনিবার (৯ অক্টোবর) সাভার উপজেলা প্রশাসনকে এ নির্দেশ দেন তিনি। এ ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, এ পর্যন্ত নৌকা ডুবিতে ৫ জন মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা জরুরী। নিহতের প্রতিটি পরিবারকে লাশ দাফন করার জন্য ২০ হাজার করে টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা প্রশাসনকে। এ সময় সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বর্তমান সময় কে জানান, প্রতিমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসকের মাধ্যমে নৌকা ডুবিতে নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা অনুদান দেওয়া হবে।
শনিবার সকালে পাঁচটার দিকে গাবতলীর তুরাগ নদীতে ব্লাকহেডের সাথে সংঘর্ষে ১৮ যাত্রী নিয়ে পানিতে তলিয়ে যায় একটি ট্রলার। যাত্রীদের মধ্য থেকে ১০ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ হয়ে যায়। সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক শিশুসহ ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রবিবার (১০অক্টোবর) সকালে বাকিদের উদ্ধার তৎপরতা শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিএসডি / ইমরান /আইপি