নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া থানা পুলিশ শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২টি ওয়ানশুটার গান সহ মো. হানিফ মোল্যা (৩৫) ও তার স্ত্রী সোহানা বেগমকে (২৫) আটক করেছে।হানিফ মোল্যা উপজেলার বেন্দা গ্রামের মো. বাবু মোল্যার ছেলে। অস্ত্র উদ্ধারের ঘটনায় কালিয়া থানায় একটি মামলা হয়েছে।
শনিবার দুপুর ২টায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে কালিয়া থানার ওসি শেখ কনি মিয়ার নেতৃত্বে একদল পুলিশ হানিফ মোল্যার শ্বশুরবাড়ি উপজেলার কুলসুর গ্রামের শহীদ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ১ টি বিদেশী অস্ত্র উদ্ধার করে। তাকে নিয়ে গাজীরহাট এলাকায় অভিযানে গেলে সে আরো দুটি অস্ত্রের কথা জানায়। তার দেওয়া তথ্য মতে পুলিশ আবার তার শ্বশুর বাড়িতে এসে স্ত্রী সোহানা বেগমের ব্যাগ থেকে আরো ২টি ওয়ানশুটার গান উদ্ধার কররে। পুলিশ তার স্ত্রী সোহানেকে আটক করেছে।
নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, কালিয়া উপজেলার কুলসুর গ্রামে র্দীঘদিন হানিফ ও তার স্ত্রী মাদক ও অস্ত্র ব্যবসা করছিল। এ সংবাদের ভিত্তিতে পুলিশ হানিফের শ্বশুর বাড়ী কুলসুর গ্রামে অভিযান চালিয়ে একটি চায়নার তৈরী পিস্তল, একটি ম্যাগজিন ও দুইটি ওয়ান শুটার উদ্ধার করে। এসময় তাদের আটক করে পুলিশ।
বিএসডি/নড়াইল/উজ্জ্বল/এমএম