নড়াইল প্রতিনিধি:
নড়াইলের বাঁধাঘাটে শ্রী শ্রী সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের উদ্বোধন করছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
রোববার দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পাশে বাধাঘাটে ওই মন্দির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এসময় মন্ত্রী বলেন একসময় নড়াইলের সাংস্কৃতিক ঐতিহ্য যশোরের নামে লেখা হতো।
এই ঐতিহ্যবাহী নড়াইলের বাদাঘাট এলাকায় সার্বজনীন দূর্গা মন্দির স্থাপিত হয়েছে। দৃষ্টিনন্দন এই মন্দির উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। বাঁধাঘাট শ্রী শ্রী সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সভাপতি শিশির কুমার বৈরাগীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রামকৃষ্ণ
আশ্রম যশোর ও নড়াইলের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ। এসময় সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নড়াইল–২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি অসম্প্রদায়িক দেশ হিসাবে আমাদেরকে সবসময় নেত্রত্ব দিয়ে আসছে। যেন আমরা যার যার মত করে পরিবার নিয়ে বসবাস করতে পারি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌরসভার মেয়র ওহিদুজ্জামান হিরা, সমাজ সেবক প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা, বাঁধাঘাট শ্রী শ্রী সর্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির নিলাংশু শেখর নিপু প্রমূখ।
বিএসডি/আইপি