নিজস্ব প্রতিবেদক:
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান পঞ্চগড় জেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনাস্থল পরিদর্শন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা দিতে পঞ্চগড়ে গেছেন।
সোমবার সকালে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন এতথ্য জানিয়েছেন।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন।
নৌকা ডুবিতে শিশু ও নারীসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে ব্যাপক প্রাণহানির মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের মন্ত্রীরা।
বিএসডি/ফয়সাল