নিজস্ব প্রতিবেদক
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির এক চিঠিতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগের তদন্ত প্রতিবেদন আইন ও বিধি-বিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওই চিঠির নির্দেশনা অনুযায়ী দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।
এর আগে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখতে গত ১৪ ও ২২ জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৃথক দুটি নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
নির্দেশনায় অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারদের জানানো হয়, জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত হয়। তদন্ত প্রতিবেদন পাওয়া পর মন্ত্রণালয় যথাযথ নির্দেশনা জারি করবে। তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনা বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর না হওয়ায় বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মচারীরা কর্মস্থলে ফেরা ও বেতন-ভাতা চালুর দাবি জানিয়ে শিক্ষা ভবনে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করেন।