আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদত্যাগ করেছেন। আজ শনিবার রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্যের কাছে বিপ্লব তাঁর পদত্যাগপত্র জমা দেন। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে তিনি পদ ছাড়লেন।
২০১৮ সালের ৯ মার্চ বিপ্লব কুমার দেব ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন সরকারের মুখ্যমন্ত্রী হন।
ওই সময় ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিআইএম নেতৃত্বাধীন দুই দশকের বেশি সময়ের বাম সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে বিজেপি। বিপ্লব দেব টানা দুই দশকের মুখ্যমন্ত্রী সিপিআইএমের বর্ষীয়ান নেতা মানিক সরকারকে সরিয়ে ক্ষমতায় বসেন।
পদত্যাগের কারণ সম্পর্কে বিপ্লব দেব বলেন, বিজেপি তাকে ‘সংগঠন শক্তিশালী করার কাজে’ লাগাতে চায়।
এর আগে বিপ্লব দেব গত বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন। এরপরই গতকাল পদত্যাগ করলেন তিনি। জল্পনা রয়েছে, রাজ্যের বর্তমান উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেব বর্মা অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন।
বিএসডি/ এমআর