জেলা প্রতিনিধি, রাজবাড়ী:
রাজবাড়ীর পদ্মা নদীতে বালু কাটতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ৬ জন বালুশ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে মাঝ পদ্মায় কতিপয় দুর্বৃত্ত তাদের গুলিবর্ষণ করে ও পিটিয়ে আহত করে।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
বালুঘাটের ম্যানেজার দাউদ শেখ বলেন, আমাদের লোক সকালের দিকে মাঝ পদ্মায় বালু কাটছিল। সে সময় পাবনার নাজিরগঞ্জ এলাকার কতিপয় সন্ত্রাসী এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাদের লোকদের ওপর গুলিবর্ষণ করে এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় আমাদের একজন গুলিবিদ্ধ হয় ও ৫ জন আহত হয়। সন্ত্রাসীরা আমাদের বালু কাটার ড্রেজার মেশিন ও বাল্কহেড নিয়ে যায়।
বালুশ্রমিক কেসমত জানান, আমরা প্রতিদিনের মতন কাজ করতে গেলে ৫টি ট্রলারে এসে কিছু লোক আমাদের বাল্কহেডে গুলি করে। তারা শ্রমিকদের মারধর করে ড্রেজার মেশিন ও বাল্কহেডটি নিয়ে চলে যায়।
জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। ২৪ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। তাকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত। সবার শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বলেন, আমি খবর পেয়ে রাজবাড়ী সদর হাসপাতালে এসেছি। এটি রাজবাড়ীর বাইরের ঘটনা তাই সেখানে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। যদি পাবনা জেলা পুলিশ থেকে কোনো ধরনের আইনি সহায়তা চাওয়া হয়, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।