বিনোদন ডেস্ক:
প্রথম আলোকে অরুণা বিশ্বাস বলেন, ‘বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। এফডিসিকে কেন্দ্র করে যা হচ্ছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, এসব থামা প্রয়োজন। এই ইন্ডাস্ট্রিকে এখন সবাই খেলার বিষয় বানিয়ে ফেলেছেন। সবাই মিলে কোথায় সবকিছু থামাবে, উল্টো সবকিছুতে উসকানি দিচ্ছেন। এখন কিন্তু সবকিছু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ ছাড়াই এখানে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এসব চূড়ান্ত মাত্রার বাড়াবাড়ি।’
অরুণা বলেন, ‘আমার একটা সামাজিক মর্যাদা আছে। আমাদের শিল্পীদের একটা সম্মান আছে, যা অনেক কষ্টে অর্জন করি। কিন্তু যে কেউ এসে যা খুশি তা বলে যাবে, এমনটা তো হতে দেওয়া যায় না।’
বিএসডি/ এমআর