নিজস্ব প্রতিবেদক,
আলোচিত নায়িকা পরীমনি এবং আলোচিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে একাধিক মামলা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার বিকালে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এরপর প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের বাসা থেকে বিপুল পরিমাণে মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
কমান্ডার মঈন বলেন, পরীমনি ও রাজকে আটক করা হয়েছে। র্যাব তাদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলে সেই মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হবে।
তাদের বিরুদ্ধে কী মামলা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলার বিষয়ে পরে জানানো হবে। তবে একাধিক মামলা হবে।
গতকাল রাত সাড়ে ৮ টায় বনানীতে রাজের বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাত ১০ টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করেন র্যাবের সদস্যরা।
এর আগে বিকালে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমনির বাসায় অভিযানে যায় র্যাব। পরে সন্ধ্যায় পরীমনিকে আটক করা হয়। যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরীমনিকে র্যাব সদরদফতরে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- পরীমনির সহযোগী রাজও আটক, মাদক উদ্ধার
অভিযানের একটি সূত্র জানায়, পরীমনির বাসার যাবতীয় আসবাবে স্তরে স্তরে বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে। ফ্রিজভর্তি ছিল নামি-দামি ব্র্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবা, এলএসডি ও আইসও।
বিএসডি/এমএম