নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের পাঁচগাছী ছড়ার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় এ বছর প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল পেয়েছে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’। প্রতিদ্বন্দ্বী সাত ভাই এন্টারপ্রাইজকে পরাজিত করে ‘ভাই ভাই’ এই পুরস্কার জিতে নেয়।
স্থানীয়দের উদ্যোগে বুধবার (৩ নভেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে সাত ভাই এন্টারপ্রাইজ ও ভাই ভাই এন্টারপ্রাইজের লড়াই দেখতে পাঁচগাছী ছড়ার পাড়ে ঢল নামে মানুষের।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান আতা ও লতিফুর রহমান ভজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ভাই ভাই এন্টারপ্রাইজকে একটি মোটরসাইকেল ও পরাজিত সাত ভাই এন্টারপ্রাইজকে একটি বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।
সপ্তাহ ব্যাপি এ বাইচ খেলায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাংলাবাজার এন্টারপ্রাইজ, দশ বন্ধু, মামা-ভাগ্নে, হলোখানা ইউনিয়নের দশের দোয়া ও একতা তরীসহ ১২টি নৌকা অংশ নেয়।
বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান আতা বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের মতো এবারও স্থানীয় লোকজন নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এ খেলাটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সার্বিক সহযোগিতা করেছি এবং সুন্দরভাবে নৌকা বাইচ শেষ করতে পেরেছি।
বিএসডি /আইপি