অনলাইন ডেস্ক:
পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের কাঁচির আঘাতে মৃত্যু হয়েছে মেহেদী হাসান নিয়ন (৩৫) নামে এক যুবকের। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পালশা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত নিয়ন ওই গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
বুধবার সকাল ৯টার দিকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়নের মৃত্যু হয়। নিয়নকে কাঁচি দ্বারা আঘাত করে একই গ্রামের এছাহাক আলী ও তার বড় ছেলে আসমাউল হক ওরফে হুমায়ন (২৬) এবং ছোট ছেলে স্বাধীন হোসেন (২৪)।
জানা যায়, মেহেদী হাসান নিয়ন একই গ্রামের এছাহাক আলীর কাছ থেকে ৯০ হাজার টাকায় জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছিলেন। জমি বন্ধক নেওয়ার সময় মেহেদী হাসান জমির মালিক এছাহাককে বলেছিলেন কখনো জমি বিক্রি করলে তাকে যেন অবগত করা হয়। সম্প্রতি ওই জমি মেহেদী হাসানকে না জানিয়ে এছাহাক আলী অন্যত্র বিক্রি করার উদ্যোগ নিয়েছেন।
বিষয়টি জানার পর মেহেদী হাসান ও তার ভগিনীপতিসহ সকাল সাড়ে ৬টার দিকে এছাহাকের বাড়িতে যান। এ সময় মেহেদী হাসান জমি বন্ধকের পাওনা টাকা ফেরত চান। এছাহাক আলী টাকা পরে দেবে বলে তাকে সাফ জানিয়ে দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে এছাহাক তার স্ত্রী, ছেলে আসমাউল হুমায়ন ও ছোট ছেলে স্বাধীনকে ডেকে এনে তারা কাঁচি দিয়ে মেহেদী হাসানের পেটের নিচে আঘাত করে।
আঘাতের ফলে মেহেদী হাসানের রক্তক্ষরণ শুরু হলে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেহেদী হাসান মারা যান।
বিএসডি/জেজে