খেলাধূলা প্রতিনিধি:
ইন্দোনেশিয়ার জাকার্তায় শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ৮-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই পরাজয়ে এশিয়া কাপ হকিতে ষষ্ঠ দল হিসেবে শেষ করল বাংলাদেশ।
গত বছরের ডিসেম্বর থেকে চ্যাম্পিয়নস ট্রফি হকি, এএইচএফ কাপ, এশিয়ান গেমস বাছাই ও এশিয়া কাপসহ টানা আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে সমশক্তির দলগুলোর সঙ্গে জিতে র্যাঙ্কিং বাড়ালেও বড় দলগুলোর সঙ্গে লড়াই করতে পারছে না বাংলাদেশ।
এশিয়া কাপের গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোল, মালয়েশিয়ার বিপক্ষে ৮-১ গোল আর বুধবার পাকিস্তানের বিপক্ষে ৮-০ গোলের ব্যবধানে হারে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচেই হারল বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে দক্ষিণ এশিয়ান গেমসে ৬-০ গোলে, ২০১৭ এশিয়া কাপে ৭-০, ২০১৮ সালে এশিয়ান গেমসে ৫-০ আর গত বছর এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ হেরেছে ৬-২ গোলে।
বিএসডি/ এমআর