স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৩২তম ম্যাচে সন্ধ্যায় রাজস্থান রয়েলসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস।
মঙ্গলবার রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানের খেলা বলতে গেলে নিশ্চিত।
আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পাননি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারকে ছাড়াই বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পেয়েছে কেকেআর।
সাকিব কেকেআরের একাদশে সুযোগ না পেলেও রাজস্থান রয়েলসের একাদশে মোস্তাফিজের সুযোগ পাওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। মোস্তাফিজ যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে তাকে অবশ্যই একাদশে রাখবে রাজস্থান।
সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিলে রাজস্থান রয়েলসের একাদশে মোস্তাফিজের সুযোগ না পাওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বেশ ফর্মেই রয়েছেন মোস্তাফিজ।
ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস মোস্তাফিজকে রেখেই রাজস্থানের সম্ভাব্য একাদেশ সাজিয়েছে-
সাঞ্জু স্যামসন, এভিন লুইস, মানান ভোহরা, ডেভিড মিলার, শিবম দুবে, রাহুল তেওয়াতি, ক্রিস মরিস, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকট, মোস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।
এমনকি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর রাজস্থান রয়েলসের সম্ভাব্য একাদশেও আছেন মোস্তাফিজ।