আন্তর্জাতিক ডেস্ক:
পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার নির্বাচিত হয়েছেন পাকিস্তান-তেহরিক ইনসাফের (পিটিআই) সিবতাইন খান। তিনি পিটিআই ও পিএমএল-কিউ দুই দলের প্রার্থী ছিলেন।
শুক্রবার তাকে স্পিকার হিসেবে বেছে নেওয়ার হয়। সূত্র: খবর জিউ নিউজের।
পাঞ্জাব অ্যাসেম্বলিতে স্পিকারের পদ পারভেজ এলাহী ২৬ জুলাই মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই খালি ছিল।
সিবতাইন খান নির্বাচনে ভোট পেয়েছেন ১৮৫টি। অপরদিকে পিএমএল-এন এর প্রার্থী সাইফ উল মালুক খোখার ভোট পেয়েছেন ১৭৫টি। সাইফ উল মালুক ছিলেন বিরোধীদের যৌথ প্রার্থী।
৩৬৪ ভোটের মধ্যে চারজনের ভোট বাতিল করা হয়। এর মধ্যে তিনটি বিরোধীদের ও একটি পিটিআইয়ের। অধিবেশনের সভাপতিত্ব করেন পিটিআইয়ের ওয়াসিম খান বাদোজাই। পরে তিনি সিবতাইন খানকে শপথ পড়ান।
স্পিকারের দায়িত্ব বুঝে নেওয়ার পর সিবতাইন অ্যাসেম্বলিকে ধন্যবাদ জানান।
অধিবেশন ৩০ মিনিটের জন্য মুলতবি করার আগে তিনি বলেন, একটু আগে এখানে পুলিশ এসেছিল, এটি এ হাউসের জন্য অসম্মানজনক। আমি এ ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
তার বিজয়ের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এলাহী পিটিআইয়ের আইনপ্রণেতাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, আমি আশা করি, সিবতাইন খান পাঞ্জাব অ্যাসেম্বলি সুন্দরভাবে চালাবেন। বিরোধীরা আগের মতো আরও একটি পরাজয়ের মুখোমুখি হলো। তারা সামনে ধারাবাহিকভাবে এ ধরনের চমকের মুখোমুখি হবে। পাঞ্জাবের সরকার প্রদেশের সেবায় দিন রাত কাজ করবে।
বিএসডি/ফয়সাল