পাবনা প্রতিনিধি:
বি এস টি আই কর্তৃক পাবনা জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য ফ্রুট ড্রিংকস ও আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস পণ্যে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের বাধ্যবাধকতা থাকলেও তা না করার অপরাধে মুনতাহা ফুড ইন্ডাস্ট্রিজ, ছাতিয়ানী, বিসিক, পাবনা নামীয় প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় ও ফ্রুট ড্রিংকস এর নমুনা পরীক্ষণের ভিত্তিতে সিলগালা করা হয়েছে।
এছাড়া অভিযানকালে লামু মিল্ক আইস্ক্রীম ফ্যাক্টরি এবং এ এন কে ফুড এন্ড বেভারেজ, ছাতিয়ানী, পাবনা প্রতিষ্ঠান ২টি বন্ধ পাওয়া যায়। মোবাইল কোর্টটি বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং দায়িত্ব পালন করেন।
বিএসডি/ এলএল