পাবনা প্রতিনিধি:
পাবনা জেলার বিভিন্ন ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান করে জরিমানা আদায় করেন । বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ক্লে-ব্রিকস পণ্যের অনুকূলে বিএসটিআই’র মান সনদ গ্রহণ ব্যাতিত ত্রুটিপূর্ণ সাইজে বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে ৮টি মামলা দায়ের করা হয়।
মেসার্স মোতালেব এন্ড এজের ব্রিকস, হেমায়েতপুর, পাবনা; মেসার্স ভাই ভাই ব্রিকস, শানিরদিয়াড়, পাবনা; মেসার্স ছমির এন্ড ব্রিকস, সদর, পাবনা; জি. এইচ. বি ব্রিকস, ভগিরাতপুর, পাবনা; মেসার্স মল্লিক ব্রিকস ফিল্ড, পাকশী, ঈশ্বরদী, পাবনা; মেসার্স আল-জাজিরা ব্রিকস, লক্ষ্মীকুন্ডা, ঈশ্বরদী, পাবনা; আলাউদ্দীন ব্রিকস ম্যানুফ্যাকচারার্স, ঈশ্বরদী, পাবনা; সরদার ব্রিকস ম্যানুফ্যাকচারার, পাকুড়িয়া, পাবনা ইটভাটা গুলোর প্রতিটিকে টাকা ১০দ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান দায়িত্ব পালন করেন।
বিএসডি/ এলএল