পাবনা প্রতিনিধি:
ডহরজানী প্যানেলের উপর ব্রিজের নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাবনা জেলা সাঁথিয়া উপজেলাধীন ধুলাউড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডহরজানী এলাকায় চিকনাই নদীর শাখার উপরে ডহরজানী ক্যালেন নামে পরিচিত ক্যানেলের উত্তর ও দক্ষিণ পাড়ের সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বর্ষার মৌসুম থেকে শুরু করে শুষ্ক মৌসুমেও এই ক্যানেলে প্রচুর কচুরি পানা জমে থাকায় পারাপারে নৌকা ব্যবহার করা যাচ্ছে না ।২৫০ ফিট রাস্তা পার হতে দেড় কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে। উত্তর পাড়ে মনকান্দী, সাতপাড়া, হাগড়ে সহ বেশ কয়েকটি পাড়ার প্রায় ১৫ থেকে ২০ হাজার বসবাসকারী মানুষ আধুনিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
শুধু তাই নয় স্কুল মাদ্রাসা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা এই ক্যানেলে ব্রিজ না থাকায় এবং ক্যানেলে প্রচুর কচুরিপানা থাকায় নৌকা দিয়ে পারাপার হতে পারছে না । ফলে স্কুল কলেজে যথাসময়ে উপস্থিত হতে পারছে না। শুধু তাই না যে কোন মানুষ অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল বা ক্লিনিকে নিয়ে যাওয়ার আগেই পথিমধ্যে মৃত্যু পর্যন্ত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অপর পাড় দক্ষিণ পাড়া ডহরজানী, চরপাড়া ,নতুন পাড়া ,বিলচারি সহ বেশ কয়েকটি পাড়ার মানুষ ব্রিজ না থাকায় এবং ক্যানেলে প্রচুর কচুরিপানা থাকায় অপর পাড়ের জমিতে ফসলি আবাদ করতে পারছে না । কোন আত্মীয়-স্বজন মারা গেলেও তারা যথাসময়ে উপস্থিত হতে পারছে না বলে জানায়।
দক্ষিণ পাড়ের এক বৃদ্ধা মহিলা বলেন ক্যানেলে কচুরিপানা থাকা এবং ব্রিজ না থাকায় আমার স্বামী মারা গেলেও আমার বাবার বাড়ি থেকে লোকজন যথা সময় আসতে পারেনি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ । আমাদের এলাকার এমপি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি এই ডহরজানী ক্যানেল এর উপরে একটি ব্রিজ নির্মাণ করলে এই এলাকার উন্নয়নের স্বাদ পাবে পাশাপাশি মানুষের চরম দুর্দিন ও বিপদে কাজে আসবে।
ব্রিজ নির্মাণের বিষয়ে ডহরজানী অর্থাৎ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল করিম খোকন বলেন দীর্ঘদিন যাবত এই ক্যানেলে প্রচুর কচুরিপানা জমে থাকায় এপাড়এবং ওপাড়ের মানুষ যাতায়াতের চরম অসুবিধার মধ্যে আছে এবং আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বার বার নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে যে উন্নয়ন সাধিত হয়েছে তার রূপকার প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি ডহরজানী ক্যানেলের উপরে একটি ব্রিজ। এলাকায় ব্রিজ নির্মাণ হলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবে তেমনি আধুনিক সুযোগ-সুবিধায় এলাকায় মানুষ পাবে।
আমাদের এলাকার সংসদ সদস্য ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রাণের দাবি ডহরজানী ক্যানেলের উপর একটি ব্রিজ নির্মাণ করে দিবেন।
অদ্র এলাকার ছাত্রলীগ নেতা ও সাথিয়া উপজেলার আওয়ামী ছাত্র পরিষদের সভাপতি সেলিম রেজা বলেন বেড়া- সাথিয়ার উন্নয়নের রূপকার সংসদ সদস্য বর্তমান ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এলাকার মানুষের পক্ষ থেকে আমার দাবি ডহরজানী ক্যানেল এর উপরে একটি ব্রিজ নির্মাণের। ব্রীজটি নির্মাণ করলে এই এলাকাটি উন্নয়নের মহাসড়কে যুক্ত হবে এবং এই এলাকার সাধারণ মানুষ আধুনিক সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। পাশাপাশি এই ক্যানেলের দুপাড়ের মানুষের যে জনদুর্ভোগে রয়েছে সেটি দূর হবে। আবারো দাবি জানাই ডহরজানী ক্যানেলের উপর একটি বীজ নির্মাণের।
বিএসডি/এফএ